মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের জুনপুট এলাকায় বাড়ির ছাদ থেকে উদ্ধার হল এক দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। খবর পেয়ে জুনপুট কোষ্টাল থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম তুহিন দলাই (১৬)। তাঁর বাড়ি জুনপুট কোষ্টাল থানার পশ্চিম বামুনিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সাত সকালে বাড়ি ছাদে কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় ছেলেটির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকেরা।
মৃতদেহ দেখে পরিবারের লোকেরা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
তবে কি কারনে আত্মহত্যা সে বিষয়ে পরিবারের কেউই কিছু জানাতে রাজী হয়নি। জনুপুট কোষ্টাল থানার ওসি বলেন, মৃতদেহ উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। প্রসঙ্গতঃ দিন কয়েক আগেই এই এলাকায় দশম শ্রেণীর দুই ছাত্রী একই সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিল।