
পূর্বমেদিনীপুর.ইন : জেলা জ্বড়ে একাধিক বাইক চুরি চক্রের হদিশ পেল মারিশদা থানার পুলিশ। বাইক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার রাতে মারিশদা থানার পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে ধৃতরা হল জগদীশ খাটুয়া ও অংশুমান তাঁদের বাড়ি এগরা থানায় বাদলপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস কাঁথি মহকুমার বিভিন্ন এলাকা থেকে একাধিক বাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

দিন কয়েক আগে মারিশদা থানা এলাকা থেকেও একটি বাইক চুরি যায়। সেই অভিযোগের তদন্তে নেমে শম্ভু প্রধান ও প্রদীপ দাসকে গ্রেফতার করে। তাঁদের জিজ্ঞসাবাদ করেই চুরি চক্রের এই দুই পান্ডার হদিশ পায় পুলিশ।
সোমবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়েছে। ধৃতদের কাছ থেকে এই চক্রের আরও কয়েকজনের নাম জানতে পেরেছে পুলিশ। বাকীদের ধরতে জোরদার তল্লাশি শুরু করা হয়েছে বলে মারিশদা থানা সূত্রে জানানো হয়েছে।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp