পূর্বমেদিনীপুর.ইন : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ খোয়াল পূর্ব মেদিনীপুরের দুই যুবক। বুধবার রাতে ঝাড়খন্ডের সারবাঁ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। মৃত দুই যুবক দেবাশিষ মাজি (২৬) ও দীপঙ্কর মাজী (২৩) পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার শান্তিপুর এলাকার বাসিন্দা। মৃত দেবাশিষ একটি জনপ্রিয় টিভি চ্যানেলের স্ট্রিংগার হিসেবে কর্মরত ছিল।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জেলার সাংবাদিক মহলে। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ঝাড়খন্ডে পৌঁছে দেহগুলি বাড়ি ফিরিয়ে আনার জন্য মৃতের আত্মীয়েরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা গেছে। পরিবার সূত্রে খবর, দেবাশীষ, তাঁর কাকার ছেলে দীপঙ্কর বাইকে চড়ে ঝাড়খন্ডে বেড়াতে গিয়েছিল। গতকাল তাঁরা বাড়ি ফেরার পথে ঝাড়খন্ডের দেওঘর জেলার সারবাঁ থানার সারবা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয়রা ও সারবাঁ থানার পুলিশ তাঁদের উদ্ধার করে দেওঘরের বাবাধাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পৌছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ সূত্রে জানা গেছে অজ্ঞাত পরিচয় একটি গাড়ীর ধাক্কায় এই দূর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।