চন্দন বারিক, পূর্বমেদিনীপুর.ইন : মঙ্গলবার সন্ধ্যে থেকেই ঝড়ো হাওয়া সঙ্গে জোরাল বৃষ্টির দাপট শুরু হয়েছে দিঘা সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায়। যার জেরে বহু জায়গাতেই অল্প বিস্তর ক্ষয়ক্ষতি শুরু হয়েছে।
এরই মাঝে সন্ধ্যে নাগাদ দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের রামনগর থানা এলাকায় মহামায়া মন্দিরের কাছে ঝোড়ো হওয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এলাকায়। সেই তার দ্রুত মেরামতির দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন।
বিকেল প্রায় ৫.৩০টা থেকে এই অবরোধ শুরু হয়। এর জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়ে যায়। এমনিতেই ছুটির দিন থাকায় দিঘায় উপচে পড়েছে পর্যটকদের ভীড়। তাই দিঘা যাতায়াতের রাস্তায় পর্যটকদের প্রচুর গাড়ী পথে আটকে পড়ে।
তবে আশ্চর্যের বিষয় হল, এমন একটা গুরুত্বপূর্ণ সময়েও পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়নি। এমনকি অবরোধ তোলার জন্য পুলিশের কোনও চেষ্টাই চোখে পড়েনি বলে পর্যটকদের দাবী।
প্রায় ঘন্টা দেড়েক বাদে বিদ্যুৎ দফতের কর্মীরা এসে ছিঁড়ে যাওয়া তার মেরামতি শুরু করেন। এরপর রাত্রি প্রায় ৮টা নাগাদ অবরোধ উঠে গিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।