পূর্বমেদিনীপুর.ইন : বুধবার গভীর রাতে একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল দুই গরু ব্যবসায়ীর। এছাড়াও তাদের সঙ্গে থাকা ৮টি গরুও ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ডিমারী বাসস্ট্যান্ডের কাছে।
মৃত দুই ব্যবসায়ীর নাম মঙ্গলময় মণ্ডল ও ভল্টু মণ্ডল। তাঁরা গরু নিয়ে পাঁশকুড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার ধারে দাঁড়িয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এই দুর্ঘটনার জেরে হলদিয়া মেছেদা রাস্তা দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে।
দেখুন ভিডিওটি –
বেপরোয়া ট্রাকের দাপাদাপি বন্ধ করার দাবীতে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকাল থেকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখে। খবর পেয়ে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করার পাশাপাশি তার চালককে গ্রেফতার করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৪১নং জাতীয় সড়কে টোল প্লাজা এড়াতে গভীর রাতে বহু মালবোঝাই গাড়ি হলদিয়া মেছেদা রাজ্য সড়ক ধরে প্রচন্ড গতিতে ছুটে যায়। যার জেরে মাঝে মধ্যেই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে।

