তমলুক : বেশ কিছুদিন যাবৎ লুকিয়ে কচ্ছপ বিক্রি করছিল পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকের বড় বাজারের কিছু মাছ ব্যবসায়ী। মঙ্গলবার সকালে তমলুক থানার পুলিশ খবর পেয়ে বাজারে হানা দিয়ে লুকিয়ে রাখা কচ্ছপগুলিকে উদ্ধার করে।
যদিও পুলিশ যাওয়ার আগেই বেশকিছু কচ্ছপ বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেলে কচ্ছপ বিক্রেতারা দোকান ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তমলুক থানার পুলিশ একজনকে আটক করেছে। উদ্ধার হয়া কচ্ছপগুলির ওজন প্রায় তিন থেকে চার কিলো। স্থানীয়দের অভিযোগ, পুলিশ অভিযান চালালেই কচ্ছপ বিক্রি বন্ধ হয়ে যায়। আবার কিছুদিন পর থেকে পুনরায় কচ্ছপ বিক্রি শুরু হয়ে যায় বলেই অভিযোগ।