পূর্বমেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের তমলুক থানার কুলবেড়িয়া গ্রামে একটি বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে মহিলা আইনজীবির মৃতদেহ। মৃতের নাম প্রিয়াঙ্কা কান্ডারী সরকার। তিনি তমলুক আদালতে আইনজীবি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
তাঁর স্বামী বিমান সরকার স্থানীয় একটি গ্রামপঞ্চায়েতে চাকরী করতেন। তাঁরা আদতে মুর্শিদাবাদের বাসিন্দা হলেও কর্মসূত্রে তমলুকের কুলবেড়িয়া গ্রামের একটি বাড়িতে ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা এদিন জানিয়েছেন, বুধবার সকালে বাড়ির মধ্যে কিছু অস্বাভাবিক আওয়াজ শুনে বাড়ি মালিক এলাকার লোকেদের খবর দেন। তাঁরা এসে ওই ঘরের জানালায় ধাক্কা দিয়ে খুলে দেখেন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন মহিলা। আর তাঁর স্বামী পাশেই বসে রয়েছে।
গ্রামবাসীদের অনুরোধে বিমানবাবু ঘরের বন্ধ দরজা খুলে দেন। এলাকাবাসীরা ঘরে ঢুকে মহিলাকে মৃত বলে জানতে পারেন। তাঁদের কাছে মৃতার স্বামী জানিয়েছেন, তাঁর স্ত্রী আত্মঘাতী হয়েছেন।
তবে ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধন্দ্ব রয়েছে। তাই গ্রামবাসীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে তমলুক থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি মৃতের স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গিয়েছে।