পূর্বমেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নিশ্চিন্তপুর এলাকায় মাঠের পাশের একটি নয়নজুলি থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত গৃহবধূর নাম সাবিনা বিবি। এই ঘটনায় মৃতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে মাঠের পাশের নয়নজুলিতে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটিকে উদ্ধার করে।
গ্রামবাসীদের দাবী, এই মহিলার পরিবারে সম্প্রতি অশান্তি লেগে ছিল। এর কারন, মহিলার স্বামীর সঙ্গে আর এক মহিলার অন্তরঙ্গতা তৈরি হয়েছিল। এবং তাঁকে বিয়ে করার কথাও উঠেছিল। এই নিয়েই সাবিনার সঙ্গে তাঁর স্বামীর বাগ বিতন্ডা লেগে থাকত।
সেই কারনেই সাবিনাকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হল কিনা তাই খুঁজে দেখতে চাইছে পুলিশ। ঘটনার তদন্তের স্বার্থেই তাঁর স্বামীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা গেছে।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp