নিউজবাংলা ডেস্ক, পূর্ব মেদিনীপুর : ইট বোঝাই মেশিন ভ্যান-এর ধাক্কায় ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থনাআর সাইরা গ্রামে। মৃত শিশুটির নাম কৃষ্ণ মাইতি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বেলার দিকে রাস্তা শিশুটি যখন রাস্তা পারাপার করছিল সেই সময় একটি ইট বোঝাই মেশিন ভ্যান সজোরে তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই মেশিন ভ্যানটি ছেড়ে পালিয়ে যায় চালক। পুলিশ ঘাতক মেশিন ভ্যানটিকে আটক করেছে। তার চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp