পূর্বমেদিনীপুর.ইন : দশম শ্রেণীর এক ছাএীকে অপহরণে সহযোগিতার করার অভিযোগে অপহরণকারী যুবকের বন্ধু ও তার বাবাকে গ্রেফতার করল পুলিশ। যদিও অপহরণকারী যুবক ও ছাএীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
সোমবার কাঁথি থানার পুলিশ অপহরণকারী যুবকের বন্ধু অনিল মণ্ডল ও তার বাবা ঘনশ্যাম মণ্ডলকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন নাকচ করে দেন।
এরপর তাঁদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে ধৃতদের বাড়ি কাঁথি থানার ধর্মদাসবাড়ের এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে কাঁথির জালালখাবারের বাসিন্দা এক দশম শ্রেণীর ছাএীকে অপহরণ করে জুনপুটের বাসিন্দা এক যুবক। এই অপহরণে সহযোগিতা করেছে অনিল আর তার পরিবারের লোকেরা।
মেয়েটিকে দীর্ঘ খোঁজাখুজির পর তাঁর পরিবারের তরফে গত ২৮ মার্চ কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে।
এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন, অপহরণকারী যুবক জুনপুটের বাসিন্দা হলেও কাঁথিতে ধর্মদাসবাড়ে এসে বন্ধু বাড়িতেই থাকত। তিনি জানিয়েছেন, অপহৃত মেয়েটির সন্ধান পেতেই এই দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।