পূর্ব মেদিনীপুর.ইন : রবিবার সকালে দিঘার বাসিন্দা এক কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। মৃত যুবক দিঘা থানার বিলামুড়িয়া গ্রামের মানিক প্রধান (২০) বলে জানিয়েছে দিঘা থানার পুলিশ।
এই ঘটনার জানাজানি হতেি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক কাঁথি প্রভাত কুমার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। পুজোর ছুটিতে বাড়ি ফিরেছিল মানিক। রবিবার সকালে বাড়িতে লাইলন দড়ি ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পায় পরিবারের লোকেরা। তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
ছেলেটি স্বেচ্ছায় আত্মঘাতি হলেও ঠিক কি কারণে মৃত্যুবরন করল সে তা নিয়ে পরিবারের লোকেরা কিছুি জানাতে পারেননি৷
পুলিশ মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রেম ঘটিত কোনও সম্পর্কের কারণে ছেলেটি আত্মঘাতী কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে।