পূর্ব মেদিনীপুর.ইন : বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে ১১৬বি জাতীয় সড়কের চন্ডীপুর থানা এলাকায় রাস্তার পাশে উল্টে গেল একটি যাত্রী বোঝাই ভলভো বাস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই সময় উল্টোদিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়।
ঘটনাটি দেখতে পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে চন্ডীপুর থানার পুলিশও ছুটে আসে ঘটনাস্থলে। পুলিশ জানিয়েছে, দক্ষিণ নরঘাট এলাকায় পেট্রোল পাম্পটি পেরিয়ে আসার পরেই বাঁকের মুখে একটি প্রাইভেট গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা লাগে।
খবর পেয়েই পুলিশ এসে আহতদের উদ্ধার করে চন্ডীপুর হাসপাতালে নিয়ে যায়। কয়েকজনকে আবার তমলুক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হানির কোনও খবর নেই বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। তবে সকলেই এখন বিপদমুক্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে।