চন্দন বারিক, পূর্বমেদিনীপুর.কম : শুক্রবার বিকেল নাগাদ পূর্ব মেদিনীপুরের দিঘা মোহনা থানা এলাকায় একটি খোলা ক্লাব ঘরের কড়িকাঠে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত যুবকের নাম সুরজিৎ মাইতি(20)। তাঁর বাড়ি পূর্ব মুকুন্দপুর এলাকায় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টে নাগাদ দিঘা মোহনা থানার পুলিশের কাছে খবর আসে স্থানীয় একটি ক্লাব ঘরের কড়ি কাঠ থেকে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে তদন্ত চলছে।