মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : বুধবার বেলার দিকে সৈকত শহর দীঘায় যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাএী বোঝাই সরকারি বাস। ঘটনাটি ঘটেছে দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের হেঁড়িয়ার ঠাকুরনগরের কাছে।
এই দুর্ঘটনার জেরে প্রায় ২০ জন বাস যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে হেঁড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এই ঘটনার পর কিছুক্ষণ যানজট তৈরি দীঘা নন্দকুমার জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেঁড়িয়া ফাঁড়ির পুলিশ।
পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারপরেই যানচলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, বুধবার সাত সকালে কলকাতার বারুইপুর থেকে সরকারি বাসটি দীঘা যাচ্ছিল। এই দুর্ঘটনার পর সরকারি বাসের চালক পালিয়েছে বলে হেঁড়িয়া ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে।


