মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : কলকাতা থেকে দিঘায় যাওয়ার পথে প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ১১৬বি জাতীয় সড়কের পাশের নয়নজুলিতে উল্টে গেলে পর্যটক বোঝাই একটিগাড়ি।
শনিবার সকাল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে কাঁথির ছত্রধরা বাসস্ট্যাণ্ডের কাছে। ঘটনাটি দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগায়। নয়নজুলির জল টপকে গাড়ির দরজা খুলে কোনওক্রমে ভেতর থাকা পর্যটকদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ৫ পর্যটক কলকাতা থেকে দিঘা যাচ্ছিলেন। তাঁরা জানিয়েছেন, দিঘা যাওয়ার জন্য রাতে দিকেই গাড়ি করে রওনা দেয় তাঁরা। তবে কাঁথির ছত্রধরা বাসস্ট্যাণ্ডের কাছে এলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে নয়নজুলিতে পাল্টি খেয়ে যায়।
পর্যটকরা সকলেই বর্তমানে সুস্থ রয়েছেনবলে জানা গেছে। পরেকাঁথি থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কি কারণে এইদুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির চালক মদ্যাপ অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।