পূর্বমেদিনীপুর.ইন : ২০১১ সালে রাজ্যের পালাবদলের পর ধীরে ধীরে ধ্বস নেমেছিল বিরোধী শিবিরগুলিতে। আর বিরোধীদের গা’ছাড়া মনোভাবের সুযোগ নিয়ে একে একে বেদখল হয়ে যায় বহু বিরোধী দলের পার্টি অফিস।
এমনই একটি সিপিএমের পার্টি অফিস ছিল পূর্বমেদিনীপুরের পাঁশকুড়ার রাতুলিয়ায়। যা ২০১৬ সালের পর থেকে দখল করে নেয় এলাকার তৃণমূল নেতৃত্বরা।
তবে এবারের লোকসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে একজোট হয়ে আবারও নিজেদের শক্তি বাড়িয়েছে বিরোধী শিবির। তৃণমূলকে সমানে সমানে টক্কর দিয়েছে বিজেপি। যার ফল স্বরূপ আবারও বিরোধী শিবির বেশ চাঙ্গা হয়ে উঠেছে।
তারই সুযোগ নিয়ে নিজেদের বেদখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরায় দখল নিল সিপিএম নেতা কর্মীরা। শনিবার সকালে বিধায়ক সেক ইব্রাহিম ও সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে পার্টি অফিসটি পুনরায় দখল করল বামেরা।