মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : দুই সরকারী বাসের রেষারেষির জেরে দীপাবলির দিনেই অন্ধকার নেমে এল পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার জালালবাড় গ্রামে। রবিবার দুপুর নাগাদ বাসদুটি একে অপরকে ওভারটেক করতে গিয়ে পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক দিলীপ কর (৫৫)কে পিষে দিয়ে চলে যায়।
ঘটনাটি ঘটেছে দিঘা নন্দকুমার জাতীয় সড়কের কাঁথির শকুন্তলা লজের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে বেলা প্রায় ১.৪৫ মিনিট নাগাদ। ওই সময় শকুন্তলা লজের কাছে রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন ওই চিকিৎসক।
তিনি অন্য দিনের মতোই আজও মারিশদা থানার পিঠুলিয়া থেকে চেম্বার করার পর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে শকুন্তলা লজের কাছে তিনি বাইক নিয়ে দাঁড়িয়ে থাকার সময় যাত্রীবোঝাই একটি সরকারী বাস তাঁকে পিষে দিয়ে চলে যায়।
ঘটনাটি দেখতে পেয়েই স্থানীয়রা ছুটে এলেও ঘাতক বাসগুলি পালিয়ে যায়। এরপরেই আহত চিকিৎসককে উদ্ধার করে দ্রুত কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দানা বেঁধেছে।