পূর্ব মেদিনীপুর.ইন : শুক্রবার বিকেল নাগাদ মর্মান্তুক পথ দুর্ঘটনা ঘটল হকদিয়া মেছেদা ৪১ নং জাতীয় সড়কের নন্দকুমার থানার মাধবপুরে। রাস্তার পাশে খেলতে থাকা তিন ছাত্রের ওপর বেপরোয়া গতিতে ছিটকে পড়ে একটি প্রাইভেট গাড়ি।
গুরুতর আহত অবস্থায় তিন শিশুকে উদ্ধার করে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ছাত্ররা হল সৌরভ দাস(৯) ও গোপাল কুইল্যা (১২)। এছাড়াও গুরুতর আহত অবস্থায় বিশ্বজিত জানা (১৪) তমলুক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁদের বাড়ি নন্দকুমার থানার মাধবপুর গ্রামে।
খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক গাড়িটিকে আটক করলেও তার চালক পলাতক। এই ঘটনার পরে জাতীয় সড়কে বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রসঙ্গতঃ বছর কয়েক আগে এই মাধবপুর গ্রামের দুই ছাত্রীকে ইভটিজিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কা মারার পর এক ছাত্রীর মৃত্যু হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন তিন শিশু স্কুল থেকে ফিরে বাড়িতে ব্যাগপত্র রেখে জাতীয় সড়কের পাশের একটি গাছ থেকে কুল পাড়ছিল। সেই সময় হলদিয়ার দিক থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি।
গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বাচ্চাদের ওপরে পাল্টি খেয়ে যায়। তিন শিশুই গাড়ির সঙ্গে প্রায় ৫০ মিটার টানা হয়ে যায়। এই ঘটনার পরেই গাড়ির যাত্রীরা বেরিয়ে যায়। ঘাতক গাড়ির চালকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।