রাজকুমার আচার্য, পূর্বমেদিনীপুর.ইন : বুধবার সন্ধ্যে নাগাদ নন্দীগ্রামের তেরপেখ্যার অদূরে নদীর পাশের একটি মাছের ভেড়ির পাড় থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী মৃতদেহের পরিচয় উদ্ধার হয়ে গিয়েছে। তাঁর নাম অভিজিৎ মাইতি (৩২)। বাড়ি নন্দীগ্রাম ২নং ব্লকের গোপালচক গ্রামে।
তবে এখনও খুঁজে পাওয়া যায়নি মৃত ব্যক্তির মুন্ডুটি। এই কারনেই মৃতদেহটিকে এখনও ময়না তদন্তে পাঠানো যায়নি বলেই সূত্রের খবর। তার আগে কাটা মুন্ডুটি কোথায় সেই সন্ধানেই মরিয়া চেষ্টা চালাচ্ছে নন্দীগ্রাম থানার পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকেই নন্দীগ্রাম থানার পুলিশ কুকুর নিয়ে নিখোঁজ মুন্ডুর সন্ধান শুরু করেছে।
বস্তায় বন্দী দেহটির মুন্ডু কি ঘটনাস্থলেই কাটা হয়েছিল নাকি তাঁকে অন্য কোথাও খুন করে মাথা কেটে নেওয়া হয়েছে সে বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।
পাশাপাশি ঠিক কোন কারনে ছেলেটিকে এমন নৃশংস ভাবে খুন করা হল তাও জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট আতংকিত এলাকাবাসীরা। কারা এই ঘটনায় জড়িত তা জানতে উদগ্রীব স্থানীয়বাসিন্দারাও।