পূর্বমেদিনীপুর.ইন : রবিবার রাতে পূর্বমেদিনীপুরের নন্দীগ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে এক শিশু মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো একেবারেই নেই। নামে জেলা হাসপাতাল হলেও এখানে না আছে পর্যাপ্ত চিকিৎসক, না আছে পরিষেবা। তাই শিশুটি প্রায় বিনা চিকিৎসাতেই মারা গিয়েছে বলে পরিবারের দাবী।
সূত্রের খবর, এদিন রাতের দিকে নন্দীগ্রাম হাসপাতাল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে জহুরীর মোড় এলাকার বাসিন্দা সেখ হায়দার আলীর ৭ মাসের কন্যা সন্তানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
শিশুটির এর আগে হার্টের অপারেশান হয়েছিল কলকাতার একটি হাসপাতালে। তবে এদিন নন্দীগ্রাম হাসপাতালে কোনও শিশু চিকিৎসক না থাকায় তাঁর সঠিক চিকিৎসা হয়নি বলে পরিবারের অভিযোগ।
রাত্রি ৯টা নাগাদ শিশুটিকে মৃত বলে জানান চিকিৎসকরা। এরপরেই শিশুটির মৃতদেহ হাসপাতাল চত্বরে ফেলে রেখে তাঁর দাদু সেখ সুলতান অবস্থান বিক্ষোভ করেন। নামে সুপার স্পেশালিটি হাসপাতাল হলেও এখানে কেন চিকিৎসক নেই তা নিয়েই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
কি ঘটেছিল দেখুন ভিডিওটি-
ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানা থেকে পুলিশ আসে। হাসপাতাল থেকে জানানো হয়েছে শীঘ্রই এখানে শিশু চিকিৎসক আনা হবে। এরপর পুলিশের হস্তক্ষেপে রাত্রি ১২টা নাগাদ অবরোধ তুলে নেন তাঁরা।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp