সেক আরেফুল, পূর্বমেদিনীপুর.ইন : শনিবার দুপুর ১টা নাগাদ ১১৬বি জাতীয় সড়কের চন্ডীপুর থানা এলাকার দক্ষিণ নরঘাটের তেল পাম্পের কাছে একটি ট্রাকের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কা লাগে।
এই ঘটনার জেরে মোটর বাইক আরোহী গুরুতর জখম হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। তবে ঘাতক ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতকে উদ্ধার করে।
ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় চন্ডীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ব্যক্তির নাম গৌতম মান্না। তাঁর বাড়ি খেজুরির কসবা এলাকায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে এই ঘটনায় রয়েল এনফিল্ড বাইকটির সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে আহত ব্যক্তিকে উদ্ধার করলেও ঘাতক ট্রাকটির কোনও সন্ধান পাওয়া যায়নি।