
পূর্বমেদিনীপুর.ইন :মঙ্গলবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত কলাবেড়িয়া বাজারে হানা দেয়। বাজারে থাকা নৈশপ্রহরীকে বেঁধে মারধর করে ফেলে রাখার পর ডাকাতি করে তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ডাকাত দল এলাকায় হানা দেয়। ৬ থেকে ৭ জনের ডাকাত দলটি এলাকার সোনার দোকানটির পাকা দেওয়াল ভেঙে গ্রিল কেটে ভেতরে ঢোকে।
এরপর সোনার দোকানে থাকে লক্ষ লক্ষ টাকার সোনা ও রূপার গহনা সহ নগদ টাকা লুঠ করে পালায় দুষ্ক্রিতীরা। ডাকাতি করার সময় দুষ্ক্রিতীরা দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে। ওই সোনা দোকানের মালিকের দাবী, প্রায় ৭ লক্ষ টাকার সামগ্রী ডাকাতি হয়েছে।
বুধবার সকালে ঘটনার খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভগবানপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, সোনার দোকান ডাকাতির অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।