মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের পটাশপুর-১ ব্লকের নেপুর গ্রামঞ্চায়েতের নামকার গ্রামের রাস্তার পাশের জঙ্গল থেকে উদ্ধার হল তাজা বোমা। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি চালের ব্যাগের ভিতরে এই তাজা বোমা দেখতে পায় স্থানীয়রা। এরপর তারা পুলিশকে খবর দেয়। পটাশপুর থানার পুলিশ গিয়ে চালের ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার করে।
পটাশপুর থানার ওসি বলেন, চালের ব্যাগ থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের জন্য তৃনমুল বোমা গুলি নিয়ে এসে ছিল।
এলাকার তৃনমুল নেতা তাপস মাঝি বলেন পটাশপুরে আগে সিপিএম বোমা বন্দুক নিয়ে রাজনীতি করত। এখন বিজেপি করছে৷ এই ঘটনার সঙ্গে তাদের দলের কেউ জ্বড়িত নয় বলে তাপসবাবুর দাবি।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp