মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : দ্রুত গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তার গর্তে চাকা পড়ে রাস্তায় ছিটকে গিয়ে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়াও এক যুবক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাইক আরোহীর নাম সাহিল খাঁন (১৯)। তাঁর বাড়ি পটাশপুর থানার কসবা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে পটাশপুর থেকে এগরার দিকে দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিল দুই যুবক।
পথে রাস্তার গর্তে চাকা পড়ে বাইকটি উল্টে যায়। ঘটনাস্থলেই রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তারা। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে এসে দুইজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
সেখানেই চিকিৎসকরা সাহিলকে মৃত বলে ঘোষনা করে। বাইকের আর একজন সঙ্গাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের মতে দুইজনের মাথায় হেলমেট থাকলে প্রাণে বেঁচে যেত তারা।