পূর্বমেদিনীপুর.ইন : সাপের কামড়ে আহত এক নববিবাহিতা গৃহবধূকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় রেফার করেছিলেন কাঁথি হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু গৃহবধূর পরিবার তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার পরিবর্তে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যায়।
এরপর গৃহবধূর অবস্থা আশংকাজনক হলে তাঁকে পুনরায় কাঁথি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। মৃত গৃহবধূর নাম মৌসুমি মাইতি (১৮)। তাঁর বাড়ি মারিশদা থানার দুরমুঠ এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল নাগাদ নিজের বাড়ির কাছেই একটি বিষাক্ত সাপের কামড় খান ওই গৃহবধূ। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ঘটনা জানতে পেরে তাঁর পরিবারের লোকেরা গৃহবধূকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
কাঁথি হাসপাতালের চিকিৎসকরা জানান, অত্যন্ত বিষাক্ত সাপ কামড়েছে তাঁকে। এরজন্য তাঁকে দ্রুত কলকাতায় নিয়ে যেতে হবে। এরপরেই কাঁথি হাসপাতালের চিকিৎসকরা গৃহবধূকে কিছু জীবনদায়ী প্রতিষেধক দিয়ে দ্রুত কলকাতায় রেফার করে দেন।
কিন্তু তাঁর আত্মীয়রা গৃহবধূকে কলকাতায় নিয়ে যাওয়ার পরিবর্তে রামনগরের কাছে একটি বেসরকারী নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। সোমবার তাঁর অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়লে পুনরায় তাঁকে কাঁথি হাসপাতালে নিয়ে আসা হয়।
তবে ততক্ষণে সব শেষ। কাঁথি হাসপাতালের চিকিৎসকদের দাবী, কলকাতায় নিয়ে গেলে মহিলাকে অবশ্যই বাঁচানো যেত। পরিবারের লোকেদের গাফিলতিতেই তাঁর মৃত্যু হল বলে চিকিৎসকদের দাবী।