মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : পরিবারের বকুনি খেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণীর এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম অনিমা দাস (১৭)। তাঁর বাড়ি এগরা থানার জোড়থান এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঘরের মধ্যে অনিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এগরা থানার পুলিশ। দেহটুকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
মৃতের পরিবারের দাবী, গতকাল মেয়েটিকে বকুনি দিয়েছিল পরিবারের লোকেরা। তারপরেই সবার অগোচরে সম্ভবতঃ গভীর রাতে গলায় ওড়নায় ফাঁস লাগিয়ে নেয় মেয়েটি। পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
এগরায় থানার ওসি রবি গ্রাহিকা বলেন, ময়না তদন্তের রির্পোট এলে মৃত্যুর প্রকৃত কারন পরিস্কার হবে। যদি স্থানীয় বাসিন্দাদের দাবী, অনিমার সঙ্গে স্থানীয় একটি যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়ে অশান্তির জেরেই হয়তো অনিমার আত্মঘাতী হয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।