পূর্বমেদিনীপুর.ইন : পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম ও অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতাল, কলকাতার যৌথ উদ্যোগে শনিবার আয়োজিত হল বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। যেখানে এলাকার প্রায় ৩০০ মানুষের স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।
যেখানে রুটিন মাফিক স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও ছিলরক্তপরীক্ষা, ইসিজি। অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিক ছাড়াও শতাধিক গ্রামবাসী বিনামুল্যে এই পরিষেবার সুবিধা পেয়েছেন।
এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন কলকাতারস্বনামধন্য অ্যাপোলো হাসপাতালের সুখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সুশান মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন জেনারাল ফিজিসিয়ান ডাঃ সুনীল কুমার চৌধুরী ও বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ নির্মলেন্দু দোলই।
স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও আশ্রমের তরফ থেকে বহু রোগীকে বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়েছে। অ্যাপোলো গ্লেনিগলস এর মতো প্রথম শ্রেণীর হাসপাতালের স্বনামধন্য চিকিৎসকেরা পাউশির মতো প্রত্যন্ত এলাকায় এই ধরণের বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করায় স্বাভাবিক ভাবেই পাউশি গ্রামের সকলেই খুব খুশি ও আপ্লুত।
এছাড়াও পাঁশকুড়ার ডেসটিনেশান অফ সাকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে যারা এই স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা উপভোগ করেন তাদের প্রত্যেকের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছিল।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp