মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধার ওপর প্রাণঘাতীহামলা চালানোর অভিযোগ উঠলো তারই ছেলে ও নাতির বিরুদ্ধে। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ছেলে ও নাতিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার দেউলপোতা গ্রামে। বৃহস্পতিবার খেজুরি থানার পুলিশ ছেলে ভরত দেবনাথ ও নাতি গোপাল দেবনাথকে গ্রেফতারেরপর শুক্রবার তাঁদের কাঁথি মহকুমা আদালতেতোলা হয়। সব দিক বিবেচনা করে বিচারক তাদেরজামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েকদিন আগে পারিবারিক বিবাদেরজেরে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর করে ছেলে ভরত। সেই কাজে সহযোগিতা করে নাতি গোপাল। দিনের পর দিন এইনারকীয় অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই বৃদ্ধা।
গত ১৭ অক্টোবর বৃদ্ধা সাবিএী দেবনাথ থানায়অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করে। হেঁড়িয়া পুলিশ ফাঁড়ির আইসি দীপক চক্রবর্তী বলেন, অভিযোগেরভিত্তিতে দু‘জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন তিনি।