পূর্বমেদিনীপুর.ইন : আবারও আক্রান্ত এবিভিপি ছাত্র নেতা। এবারও ঘটনাস্থল সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার পালপাড়া কলেজ। অভিযোগ, পালপাড়া কলেজের এবিভিবি ছাত্র সংগঠনের ইউনিট সভাপতি লক্ষণ শিটকে কলেজের ইউনিয়ন রুমে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে।
পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপির কাঁথি সংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তপন মাইতির অভিযোগ, এই ঘটনায় কলেজের তৃণমূল ছাত্রপরিষদের সদস্যরাই জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়েছি।
অন্যদিকে পটাশপুরের তৃনমুল নেতা তাপস মাঝির দাবী,বাইরে থেকে কিছুলোক এসে ছাত্রীদের সঙ্গে ঝামেলা পাকাচ্ছিল। তারই প্রতিবাদ করে কলেজের ছাত্ররা। এই ঘটনার বিষয়েকলেজের অধ্যক্ষকে অভিযোগ জানানো হয়েছে বলে দাবী করেন তিনি।
পটাশপুর থানার ওসি রাজকুমার দেবনাথ বলেন, ঘটনাটিজানতে পেরে কলেজের অধ্যক্ষকে ফোন করে বিষবটি জানাতে চান তিনি। তবেঅধ্যক্ষ তাঁকে জানিয়েছেন, কলেজের মধ্যে তেমন কিছু হয়নি।