পূর্ব মেদিনীপুর.ইন : লাগাতার পুলিশী জুলুম ও হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার মারিশদা থানার কয়েক’শ মোটর ভ্যান চালক ডেপুটেশান দিলেন। এদিন বিকেলে নাচিন্দা থেকে পাঁচশতাধিক মোটর ভ্যান চালক মিছিল করে মারিশদা থানায় ডেপুটেশান দেন।
তাদের অভিযোগ, মারিশদা থানার পুলিশ সমন্ত মোটর ভ্যান চালকদের জোর করে জরিমানা আদায় করছে। এর ফলে বেশ সমস্যর পড়েছেন ভ্যান চালকরা। শুধু তাই নয়, নন্দকুমার দিঘা জাতীয় সড়কে কোন মোটর ভ্যান চলবে না বলে এই মর্মে জোর করে একটি মুচলেখা লিখিয়ে নিয়েছে পুলিশ, মনটাই অভিযোগ তাঁদের।
বৃহস্পতিবার পাঁচ দফা দাবিতে একটি ডেপুটোশান জমা দেন মোটর ভ্যান চালকেরা। মোটর ভ্যান চালক ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি অমিত মান্না সহ ৭জনের একটি প্রতিনিধী দল মারিশদা থানার ওসি অমিত দেবের সঙ্গে দেখা করেন।
ইউনিয়নের পক্ষে অমিত মান্না বলেন, এলাকায় কয়েক হাজার শিক্ষিত বেকার যুবকরা মোটর ভ্যান চালিয়ে সৎপথে জীবিকা নির্বাহ করে। গ্রাম ও শহরের মোটর ভ্যান হল প্রধান ভরসা। এই কর্মসূচিতে নেত্বত্ব দেন সুভাষচন্দ্র মাল ও ইন্দ্রজিৎ হাজরা প্রমুখরাও।
——- বিজ্ঞাপন ——-

——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-
