পূর্বমেদিনীপুর.ইন : কাঁথি শহরে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা এক মহিলা ও তার দুই শিশুকে গতকাল সন্ধ্যায় আটক করেছিল কাঁথি থানার পুলিশ। কিন্তু সেই মহিলা দুই শিশুকে নিয়ে রাতেই পুলিশের চোখে ধূলো দিয়ে চম্পট দিয়েছে বলে জানা গেছে।
এরপর রাতভর ওই মহিলার সন্ধানে চিরুনি তল্লাশি চলছে গোটা এলাকায়। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের কোনও সন্ধান পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, দিন কয়েক ধরে কাঁথি থানা এলাকায় অস্বাভাবিক ভাবে বাড়ি চুরির ঘটনা শুরু হয়েছে।
এই ঘটনার তদন্ত চলাকালীন সোমবার সন্ধ্যায় মহিলা ও তাঁর দুটি বাচ্চাকে সন্দেহজনক ভাবে শহরে ঘোরাফেরা করতে দেখে পুলিশ আটক করে জিজ্ঞসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে জানা যায়, ওই মহিলা চম্পট দিয়েছে।
জানা গেছে, ওই মহিলার সঙ্গে ২ ও ৭ বছরের দুটি বাচ্চা ছিল। নিজের সন্তান নাকি চুরি করা করেছে তা নিয়েও ধন্দ রয়েছে। পুলিশের হাতে আটক হওয়া মহিলা ও দুটি বাচ্চা কিভাবে পালিয়ে গেল কাঁথি থানা থেকে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কাঁথি মহকুমা পুলিশ অধিকারীক সৈয়দ এম.এম. হাসান বলেন, সোমবার সন্ধ্যায় কাঁথি শহরে সন্দেহজনক ভাবে মহিলা দুই বাচ্চাকে ঘুরতে দেখে আটক করা হয়। এরপর তারা থানা থেকে কি করে পালিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।
কাঁথি থানার পুলিশ একটি অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে পলাতক মহিলার সন্ধানে তল্লাশি জারি রয়েছে।


——- বিজ্ঞাপন ——-
