পূর্ব মেদিনীপুর.ইন, মহিষাদল : বিনা অনুমতিতে চলছে লটারির অনুষ্ঠান। আর এর জেরেই শুক্রবার বিকেল থেকে চূড়ান্ত নাকাল হলেন সাধারণ বাসিন্দারা। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকায়। তাও আবার পুলিশের একেবারে নাকের ডগায়।
হাজার খানেক উৎসাহী মানুষ এদিন বিকেল থেকে লটারিতে নিজেদের ভাগ্য যাচাই করতে ভীড় জমান মহিষাদল স্পোর্টিং ক্লাবের পাশে (রাসমঞ্চের) মাঠে। সম্পূর্ন বিনা অনুমোদনে স্থানীয় এক কেক ব্যবসায়ী লটারির আয়োজন করে।
এর ফলে ব্যস্ততম বাজারের রাস্তায় দীর্ঘ সময় চূড়ান্ত নাকাল হন সাধারণ মানুষ। কিন্তু বিষয়টি নিয়ে একেবারেই নিষ্ক্রীয় পুলিশ। কেক কেনার বিনিময়ে মোটর বাইক সহ লক্ষাধিক টাকার লটারি খেলা হচ্ছে অবলীলায়।
বিপুল ভীড়ে হুড়োহুড়ির মধ্যে লটারিতে কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কার সে বিষয়েও কোনও উত্তর নেই মহিষাদল থানার কাছে। তাছাড়া কেকের বিনিময়ে কিভাবে এত বিপুল টাকার লটারি উঠছে সে প্রশ্নও।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp