দীপক প্রধান, পূর্বমেদিনীপুর.ইন : বিপুল পরিমানে তাজা বোমা উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার দ্বারিবেড়িয়া থেকে। স্থানীয় একটি শ্মশানের মধ্যে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে সুতাহাটা থানার পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা শ্মশানের মধ্যে বড়সড় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ব্যাগ ভর্তি তাজা বোমাগুলিকে উদ্ধার করে।
এরপর তড়িঘড়ি ওই ব্যাগ জলে ডুবিয়ে বোমাগুলিকে নিষ্ক্রীয় করে দেওয়া হয়। তবে কে বা কারা এই বোমাগুলিকে শ্মশানে রেখেছিল তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।
গ্রামবাসীরা জানিয়েছে, দ্বারিবেড়িয়া কালী মন্দীর ও স্কুলের লাগোয়া একটি শ্মশান রয়েছে। সেখানেই ঝোপের আড়ালে ব্যাগ ভর্তি তাজা হাতবোমাগুলি লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


