চন্দন বারিক, পূর্বমেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ এই রদবদলের নোটিশটি প্রকাশ্যে এসেছে। জেলা জুড়ে ৭ ASIকে অন্যত্র বদলী করা হয়েছে বলে জানা গেছে।
এক ঝলকে জেনে নিন কোন কোন অফিসারের বদলী হচ্ছে-
১. রামনগর থানার ট্রাফিক বিভাগ থেকে ASI বলরাম প্রামাণিককে বদলী করা হল (DAP-HQ)তে। ২. চন্ডীপুর ট্রাফিক বিভাগ থেকে ASI রাজু সরকারকে চন্ডীপুর থানার ট্রাফিক বিভাগ থেকে বদলী করা হল তমলুক থানার ট্রাফিকে।
৩. ASI কল্যান কুন্ডুকে তমলুক থানার ট্রাফিক বিভাগ থেকে চন্ডীপুর থানার ট্রাফিকে পাঠানো হয়েছে। ৪. ASI অরুন কুমার চৌধুরীকে এগরা ট্রাফিক থেকে বদলী করা হল নন্দকুমার থানার ট্রাফিক বিভাগে।
৫. ASI প্রদীপ মজুমদারকে কোলাঘাট হাইওয়ে ট্রাফিক থেকে বদলী করা হল এগরা থানার ট্রাফিক বিভাগে। ৬. ASI রানা ব্যানার্জীকে হলদিয়া ট্রাফিক থেকে বদলী করা হল দিঘা থানার ট্রাফিক বিভাগে।
৭. ASI অসিত পানজিকে দিঘা থানার ট্রাফিক থেকে (DAP-HQ)তে বদলী করা হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে এই সমস্ত অফিসারদের নতুন কাজের জায়গায় যোগ দিতে বলা হয়েছে।
