পূর্বমেদিনীপুর.ইন : প্রণয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার অভিমানে অবশেষে নিজেকে শেষ করে দিল দ্বাদশ শ্রেণীর ছাত্র সোনা কামিল্যা (১৭)। শুক্রবার বিকেলে পূর্ব মেদিণীপুরের মন্দারমনি কোষ্টাল থানার পূর্ব রানিয়া গ্রামের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহটি উদ্ধার হয়েছে। ছেলেটি কালিন্দী হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগেই তাঁর প্রেমের সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকেই বাড়িতে মনমরা হয়ে থাকত ছেলেতি। আর এই নিয়েই শুক্রবার সকালে বাড়িতে তাঁকে বকাঝকা করেছিল পরিবারের লোকেরা।
তারপরেই বিকেলের দিকে সবার অজান্তে গলায় গামছার ফাঁস লাগিয়ে বাড়ির মধ্যে আত্মঘাতী হয় ছেলেটি। ঘটনাটি দেখতে পেয়েই পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শনিবার কাঁথি মহকুমা হাসপাতালে মৃতদেহটির ময়না তদন্ত হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। মৃত ছাত্রেরপরিবারের তরফে কোন অভিযোগ দায়ের হয়নি।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp