পূর্বমেদিনীপুর.ইন : রাস্তার পাশে যত্রতত্র পড়ে থাকা নির্মাণ সামগ্রীর দৌলতে এখন পর্যন্ত প্রাণ গিয়েছে বহু নিরীহ মানুষের। বহু মানুষ হাত বা পা খুইয়ে অর্ধমৃত জীবন কাটাচ্ছেন। কিন্তু তাতে কারই বা এসে যায়।
যারা ঘুমিয়ে থাকেন তাদের জাগায় কার সাধ্যি। আর তা না হলে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার মাত্র কয়েক হাত দূরে রাজ কলেজের ঠিক সামনের অত্যন্ত ব্যস্ততম রাস্তার ওপর এভাবে গড়াগড়ি খায় নির্মাণ সামগ্রী?
অপ্রতুল রাস্তার দুপাশে এমনিতেই গজিয়ে উঠেছে একের পর এক অবৈধ বহুতল। রাজবাড়ীর জনপ্রিয় গড়খাইয়ের পাড় দখল করে ধ্বংস হয়েছে সবুজের সমারোহ। সবটাই এখন সয়ে গিয়েছে চোখে। তবে এভাবে রাস্তার মাঝে নির্মাণ সামগ্রী গড়াগড়ি খেলে যে কোনও সময় যে ঘটতে পারে বড়সড় বিপদ।
প্রতি মুহূর্তে হাজারে হাজারে মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছেন। উন্মাদ গতিতে ছুটে যাচ্ছে বাইক। তায় আবার আসন্ন রথযাত্রার মেলা উপলক্ষ্যে রাস্তার দুধারে পসরা সাজাতে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন ব্যবসায়ীরা।
সব মিলিয়ে এক্কেবারে যা তা পরিস্থিতি। কিন্তু তাতে কি। মাঝ রাস্তায় পড়ে থাকা নির্মাণ সামগ্রী সরানোর দায় কার? কে বা ফেলল এইগুলো? সে প্রশ্ন অবান্তর। উত্তর দেওয়ার কেউ নেই। তবে দুর্ঘটনায় যদি কারও জীবনে চূড়ান্ত ক্ষতি নেমে আসে তবে সে দায় কে নেবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
গত কয়েক বছর আগে এই ধরণের নির্মাণ সামগ্রী ফেলে রাখার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বেশ তেড়ে ফুঁড়ে ময়দানে নেমেছিল। তবে সবটাই এখন অতীত হয়ে গিয়েছে।


——- বিজ্ঞাপন ——-
