চন্দন বারিক, পূর্বমেদিনীপুর.কম : বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রেন লাইন ধরে হাঁটছিলেন এক প্রৌঢ়া মহিলা। আর ঠিক সেই সময়ই দিঘা থেকে সাঁতরাগাছি’র দিকে যাচ্ছিল লোকাল ট্রেন।
কিছু বুঝে ওঠার আগেই আচমকাই ট্রেনের সামনে চলে আসেন মহিলা। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়েছে। এদিন ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার বাদলপুর স্টেশনের আগেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রামনগর থানার পূর্ব করঞ্জি গ্রামের বাসিন্দা সন্ধ্যা মিত্র (৬৬) সকালে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন লাইনের ধার দিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। ট্রেনটি বাদলপুর স্টেশনে ঢোকার ঠিক আগে গেটের কাছেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দীঘার জিআরপি থানার পুলিশ কর্মীরা। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে তারা।

