পূর্ব মেদিনীপুর.ইন : ফেসবুকে আলাপ জমিয়ে রাজস্থানের এক যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়ে দিঘায় নিয়ে এসে লাগাতার সহবাসের অভিযোগ উঠল নদীয়ার এক যুবকের বিরুদ্ধে। পরে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করলে ই-মেল মারফৎ দিঘা থানায় যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই যুবতী।
অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে দিঘা থানার পুলিশ। পুলিশের ডাকে সাড়া দিয়ে সোমবার কাঁথি আদালতে গোটা ঘটনার গোপন জবানবন্দী দিয়েছেন ওই যুবতী। দিঘা থানা সূত্রে জানা গেছে, মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁরা নদীয়ার যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত প্রায় এক বছর আগে ওই যুবক রাজস্থানের যুবতীর সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠায়। নদিয়ার ওই যুবকের কথা মতো যুবতী ট্রেনে করে হাওড়া এসে পৌঁছায়। সেখান থেকে যুবতীকে নিয়ে সোজা ট্রেনে করে দিঘা চলে আসে তারা।
এরপর দিঘার একটি বেসরকারী হোটেলে উঠে প্রায় দিন চারেক ওই যুবতীর সঙ্গে সহবাস করে যুবক। এরপর বিয়ের জন্য কিছুটা সময় চেয়ে যুবতীকে পুনরায় ট্রেনে করে রাজস্থান পাঠিয়ে দেয়। তারপরেই যুবতীকে বিয়েতে অস্বীকার করে যুবক।
অগত্যা ওই যুবকের বিরুদ্ধে রাজস্থানের লোকাল থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁকে ফিরিয়ে দেয়। পরিবর্তে দিঘা থানায় অভিযোগ জানাতে বলে তাঁকে। এরপর গত আগষ্ট মাসে যুবতী ইমেল মারফৎ দিঘা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।