পূর্বমেদিনীপুর.ইন : আজ ২ জানুয়ারি সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বই দিবস। মোবাইলের পরিবর্তে ছেলেমেয়েদের বই মুখি করে তোলার জন্যই সরকারের এই উদ্যোগ।
এমনই একটি তাৎপর্যপূর্ণ দিনটিতে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার হরশঙ্কর গড়কিল্লা শান্তময়ী (উ:মা) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হলো বই দিবস।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের বিডিও গোবিন্দ দাস, জয়েন্ট বিডিও শম্ভুনাথ দাস, স্কুল পরিদর্শক অধিকারী সুনীল চৌধুরী, নীল কোন অঞ্চলের প্রধান অশোক কুমার পাইক, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য রঙ্গলাল চৌধুরী প্রমূখরা।
স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ বেরা জানান, এদিন স্কুলের পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৯৬০ জন ছাত্র-ছাত্রীর হাতে বই খাতা তুলে দেওয়া হয়েছে স্কুলের তরফ থেকে। নতুন বই খাতা পেয়ে খুশি সকল ছাত্র ছাত্রীরা।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp