পুলিশ সূত্রে জানা গেছে,গত মার্চ মাসে কাঁথি শহর থেকে বাংলাদেশী এক নাবালিকাকে উদ্ধার করে কাঁথি মহিলা থানার পুলিশ। এরপর কাঁথি আদালতে গোপন জবানবন্দী দেয় ধৃত কিশোরী। বর্তমানে ওই নাবালিকাকেহোমে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নাবালিকাকে জিজ্ঞসাবাদ করে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
পুলিশ জানতে পারে, কাজের প্রলোভন দেখিয়ে মোটা টাকারবিনিময়ে কয়েকজন যুবক ওই নাবালিকাকে নদী পেরিয়ে বাংলায় নিয়ে এসেছে। এরপর তারা বিভিন্ন এলাকায় নাবালিকাকে দেহ ব্যবসার কাজে লাগাতো। শেষ পর্যন্ত বাংলাদেশী ওই নাবালিকাকে কাঁথির রুপশ্রী বাইপাশেরএকটি ভাড়াবাড়িতে এনে রাখে ওই যুবক।

এরপর মোটা টাকার বিনিময়ে নাবালিকাকে দিয়েদেহ ব্যবসা চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাংলাদেশী নাবালিকাকে উদ্ধার করে। এই ঘটনার যুক্ত সকলেই পুলিশ আসার আগেইপালিয়ে যায়।
শনিবার রাতে মহিষাদল থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে। কাঁথির মহকুমা পুলিশ আধিকারীক অভিশেষ চক্রবর্তী বলেন,তদন্তে নেমে মহিষাদল থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। বাকী পাণ্ডাদের ধরতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে।
