পূর্বমেদিনীপুর.ইন : বাড়ির বাগানের টুলু পাম্প দিয়ে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার প্রিয়ানগর গ্রামে।
পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম উত্তম সেন (৩৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাড়ির বাগানে টুলু পাম্প দিয়ে জল দিচ্ছিলেন উত্তমবাবু। টুলু পাম্পের কাটা লাইনের আচমকাই বিদ্যুৎপৃষ্ট হন তিনি৷
পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়েই তাঁকে দ্রুত উদ্ধার করে দ্রুত খেজুরির ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক উত্তমবাবুকে মৃত বলে ঘোষনা করেন।
বুধবার খেজুরি থানার পুলিশ মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।