পূর্বমেদিনীপুর.ইন : বাড়ির সিলিং ফ্যান মেরামতি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম শুভজিৎ বক্সি ওরফে শিবা (২৪)। তাঁর বাড়ি মহিষাদল থানার এক্তারপুর গ্রামে।
বুধবার তাঁর দেহটিকে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে মহিষাদল থানা সূত্রে জানা গেছে। এই ঘটনায় এক্তারপুর এলাকায় নেমেছে শোকের ছায়া।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর নাগাদ বাড়ির সিলিং ফ্যান মেরামতি করছিল শুভজিৎ। স্যুইচ বোর্ড অন রেখেই ফ্যান খুলছিল সে। এই সময় অসাবধানতা বসতঃ ফ্যানটি খুলে পড়ে যায় তাঁর ওপর।
ঘটনাস্থলে ফ্যানে বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়ে থাকে ছেলেটি। বিষয়টি নজরে আসতেই তাঁকে উদ্ধার করে মহিষাদলের বাসুলিয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত শিবার বাবা হারাধন বক্সীর দীর্ঘদিন আগেই মৃত্যু হয়েছে। একমাত্র ছেলেকে নিয়ে মায়ের সংসার।
আগামী দু-এক দিনের মধ্যে তাঁদের পাকা বাড়ির ছাদ ঢালাই হওয়ার কথা। তার প্রস্তুতিও চূড়ান্ত হয়ে গিয়েছিল। তারই মাঝে ছেলের মৃত্যু গোটা সংসারকে তছনছ করে দিয়েছে।