চন্দন বারিক, পূর্বমেদিনীপুর.ইন : সদ্যজাত শিশু মৃত্যুর ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরর রামনগর থানা এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, শিশুর জন্মের ৩ দিন পরেও তাঁর স্বাস্থ্য পরীক্ষার কোনও ব্যবস্থা নেয়নি নার্সিং হোম কর্তৃপক্ষ।
সোমবার সকালে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা এসে রামনগর বাজারে অবস্থিত বেসরকারী নার্সিং হোমটির সামনে জোরদার বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতার কশবার বাসিন্দা গৃহবধূ প্রতিমা সাউ (২০) প্রসব যন্ত্রণা নিয়ে রামনগরের ওই নার্সিংহোমে ভর্তি হন। গত রবিবার সন্ধ্যের দিকে সিজার করে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, এরপর তিনদিন কেটে গেলেও সদ্যজাতের স্বাস্থ্য পরীক্ষার কোনও ব্যবস্থা নেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ।
এরপর সোমবার সকালে শিশুটি মারা যায়। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের লোকেরা। স্থানীয় অশ্বস্তপুরা থেকে চলে আসেন প্রতিমার বাবার বাড়ির লোকেরা। শুরু হয় বিক্ষোভ-ভাঙচুর।
প্রতিমার স্বামী পিন্টুর অভিযোগ, “বিনা চিকিৎসায় মারা গেল আমার ছেলে। বারবার বলার পরও বাচ্চার চিকিৎসা করা হয়নি”। এই ঘটনার পর থেকেই পলাতক নার্সিং হোম কর্তৃপক্ষ। পুলিশে অভিযোগ জানিয়েছেন পরিবারের লোকেরা।