পূর্ব মেদিনীপুর.ইন : প্রায় একমাস আগে পূর্ব মেদিমীপুরের ভগবানপুরে গভীর রাতে এক মোবাইল দোকানের তালা ভেঙে চুরি গিয়েছিল একাধিক দামী মোবাইল। সেই ঘটনাযর তদন্তে নেমে চুক্রির চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল ভগবানপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া দুটি মোবাইলও, এমনটাই দাবী পুলিশের।
ভগবানপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সাব্বির মল্লিক। তার বাড়ি ভগবানপুর থানার বচ্ছিপুর গ্রামে। শনিবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাস আগে ভগবানপুরে একটি মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। দোকানের সাটার ভেঙে বেশ কয়েকটি দামী মোবাইল সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দৃস্কৃতিকারীরা। এরপর দোকানের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে অভিয়ুক্তকে গ্রেফতার করে।
ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস জানিয়েছেন, অভিযোগে ভিওিতে তদন্তে নেমে একজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্ষন্ত চুরি যাওয়া দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। যদিও তদন্তের কারণে বেশি কিছু জানাতে রাজী হয়নি তিনি।