পূর্বমেদিনীপুর.ইন : রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকা। তৃণমূলের দুই গোষ্ঠীর এলাকা দখলকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত বলে জানা গেছে।
এই গোষ্ঠী সংঘর্ষের জেরে বেশ বোমাবাজি হয়েছে। সেই সঙ্গে একটি মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবী এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার রাতের দিকে লালপুরের কাছে স্থানীয় তৃণমূল নেতার ভাগ্নে মোটর বাইকে চেপে যাচ্ছিল।
সেই সময় অপর গোষ্ঠীর লোকজন তাঁকে লক্ষ করে ব্যাপক বোমাবাজি শুরু করে। ওই যুবক বাইক ফেলে পালালে তাতে আগুন দেয় দুষ্কৃতীরা।
এরপরেই যুবকটি ভগবানপুর থানার স্মরণাপন্ন হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি।