পূর্বমেদিনীপুর.ইন : মঙ্গলবার রাতের দিকে তৃণমূল কর্মী বিশ্বজিৎ বাগকে তুলে নিয়ে গিয়ে নৃশংস ভাবে খুন করেছে মুখে কালো কাপড় বেঁধে আসা একদল দুষ্কৃতী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে ভগবানপুরের মহম্মদপুর গ্রামপঞ্চায়েত এলাকায়।
বুধবার ঘটনার খবর পেয়েই নিজের চূড়ান্ত ব্যস্ত সিডিউল ছেড়ে ভগবানপুরে ছুটে গেলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত তৃণমূল কর্মীকে অন্তিম যাত্রায় নিয়ে যাওয়ার পূর্বে শেষশ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি।
এরই পাশাপাশি এলাকার শতাধিক সাধারণ মানুষ মৃতের বাড়িতে এসে ভীড় জমান। এভাবে একটি তরতাজা ছেলেকে যেভাবে নৃশংস কায়দায় খুন করা হল তা কিছুতেই মানতে পারছেন না এলাকার বাসিন্দারা। এই ঘটনায় দুষ্কৃতীদের দ্রুত পাকড়াও করার জোরাল দাবী জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
মৃতের বাবার অভিযোগ, স্থানীয় কয়েকজন বিজেপি নেতা কর্মীই এই খুনের ঘটনা ঘটিয়েছে। কারন বেশ কয়েকদিন আগে ছেলেকে রাস্তায় একা পেয়ে তারা মারধর করেছিল। পরে ছেলেও তাদের মধ্যে একজনকে মারধর করে। এই নিয়ে শত্রুতার পরেই এদিনের খুন্র ঘটনা ঘটালো বিজেপি ছেলেরা।