মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : প্রতিবেশীর বাড়ির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক গৃহবধুর। সঙ্কটজনক অবস্থায় তাঁর স্বামীকে একটি বেসরকারী নাসিংহোমে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার দ্বারিকাচক গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধুর নাম শেফালি মান্না (৪৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত্রিতে খাওয়া দাওয়ার পর স্বামী স্ত্রী দুইজন বাড়িতে ঘুমাছিলেন।
রাএী প্রায় ২টো নাগাট পাশের বাড়িতে তরনী মান্নার মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। আর সেই দেওয়ালের ধাক্কায় শিবপ্রসাদের বাড়িতে এক অংশ ভেঙে পড়েন। বাড়িতে চাপা পড়ে যায় স্বামী ও স্ত্রী।
স্থানীয়রা ছুটে এসে দুইজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা শেফালিকে মৃত বলে ঘোষনা করে। তার স্বামী সঙ্গাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ভগবানপুর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় ব্যাপক উওেজনা ছড়িয়েছে।