মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : দিন কয়েক আগে ভগবানপুরের একটি রাষ্ট্রায়ও ব্যাঙ্কের গ্রাহকের টাকা ছিনতাইয়ের ঘটনায় অবশেষে দুইজন যুবককে আটক করল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩ জুন বিকাল ৪ টা নাগাট ভগবানপুরের গোয়ালাপুকুরের রাস্তায় কদমতলার কাছে এক পথচলতি সাইকেল আরোহী নারায়ন শাসমল ও তাঁর স্ত্রী কাছ থেকে বাইক চড়ে আসা দুই যুবক টাকা ছিনতাই করে বলে অভিযোগ।
নারায়নবাবুর স্ত্রী মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করেন। গোষ্ঠীর জন্য ভগবানপুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা তুলে সাইকেলে করে করে বাড়ি ফিরছিলেন তারা।
ভগবানপুরের গোয়ালপুকুর রাস্তার কদমতলার কাছে এলে বাইক করে দুই যুবক এসে মহিলার হাত থেকে টাকার ব্যাগটি টানতে থাকে। এরপর মহিলা রাস্তার পড়ে যায়। টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় দুই যুবক।
এই ঘটনায় ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে দুইজনকে আটক করে থানার নিয়ে আসা হয়েছে। ভগবানপুর থানার ওসি বলেন, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না। তবে শীঘ্রই ঘটনার জট কাটবে বলেই আশাবাদী পুলিশ।