মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : সন্ধের পরেও পুকুর থেকে ফেরেনি বাড়ির হাঁস। তাই হাঁস তাড়াতে পুকুর পাড়ে যায় দশম শ্রেণীর ছাত্রিটি। আর এতেই কাল হল। পুকুর পাড়ের ঝোপে লুকিয়ে থাকা একটি ভয়ানক বিষধর সাপ সটান ছোবল বসিয়ে দেয় ছাত্রীটির হাতে।
তাঁকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলেও চিকিৎসকরা মেয়েটিকে বাঁচাতে পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার মির্জাপুর গ্রামে। মৃত ছাত্রীর নাম সুচিস্মিতা বেরা (১৫)। মেয়েটি কাজলাগড় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটিকে সাপ কামড়ানোর পর সে ছুটে বাড়িতে আসে। এরপরেই তার হাতে অসহ্য যন্ত্রণা শুরু হয়। পরিবারের লোকেরা তার হাতে বেঁধে মেয়েটিকে দ্রুত ভগবানপুর ব্লক হাসপাতালে নিয়ে যায়।