পূর্বমেদিনীপুর.ইন : ভরা জোয়ারে টইটম্বুর নদী, খাল, বিল। এরই মাঝে মামা বাড়িতে বেড়াতে এসে রবিবার বেলার দিকে রূপনারায়ণ নদী সংলগ্ন খালে কয়েকজন বন্ধুর সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার গাজীপুর গ্রামে। নিখোঁজ ছেলেটির নাম বিশ্বনাথ বেরা (১৭) বলে জানা গেছে।
খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এই মুহূর্তে নদীতে ভরা কোটালের জোয়ার থাকায় খালটি জলে ভরপুর হয়ে রয়েছে। তবে ইতিমধ্যে নদীর মুখে থাকা স্লুইস গেট ফেলে দিয়ে নিখোঁজ ছেলেটির সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, মহিষাদলের আটকিনা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ গাজীপুরে তার মামার বাড়ি উত্তম পালের বাড়িতে বেড়াতে এসেছিল। এদিন দুপুর নাগাদ জনা তিনেক কিশোর দল বেঁধে বাড়ির পাশের খালে স্নান করতে নামে। তবে বিশ্বজিৎ সম্ভবতঃ সাঁতার জানত না। ওই সময় জোয়ারের স্রোত থাকায় বিশ্বজিৎ জলের টানে তলিয়ে যায়।
বাকীরা পাড়ে উঠে এসেই তড়িঘড়ি সবাইকে ঘটনাটি জানায়। কিন্তু খালে জল ভর্তি থাকায় ছেলেটির কোনও খোঁজ পাওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছে। পুলিশের অনুমান, নদীতে স্লুইস গেট থাকায় ছেলেটি নদীতে ভেসে যায়নি। তবে জোয়ারের জল নামলে নিখোঁজ ছেলেটির সন্ধান পাওয়া যাবে বলেই মনে করছেন স্থানীয়রা।
এই ঘটনার বেশ কয়েক ঘন্টা বাদে পুলিশ ও স্থানীয়রা খালে নেমে তল্লাশি চালানোর সময় ছেলেটির দেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp